এশিয়া কাপের সুপার ফোরের আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে ৬১ বলে ২০০ স্ট্রাইকরেটে ১২২ রান করেছে বিরাট কোহলি। ২০১৯ সালের পর এই প্রথম ক্রিকেটের যেকোনো ফরম্যাটে সেঞ্চুরির দেখা পেলেন কোহলি, আর টি-টোয়েন্টিতে এটা তার প্রথম সেঞ্চুরি।
স্বাভাবিক ফর্মে না থাকলেও একটা ম্যাচ ছাড়া এশিয়া কাপের সব ম্যাচেই রান পেয়েছেন কোহলি। দল এশিয়া কাপের ফাইনালে যেতে পারেনি, এই ভেবে গালে হাত দিয়ে দুঃশ্চিন্তা করার সময় নেই কোহলিদের। মাস দেড়েক পরেই অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর আসন্ন বিশ্বকাপ নিয়ে এখনই সতর্ক অবস্থানে বিরাট কোহলি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা এক ভিডিওতে আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন বিরাট কোহলি, এসময় তার সাথে ছিলেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও।
তিনি বলেন, ‘আমরা নকআউট পর্বে (এশিয়া কাপ) একটা এক্সপোজার পেয়েছিলাম, তাই চাপেও পড়েছিলাম। তবে আমাদের লক্ষ্য অস্ট্রেলিয়া বিশ্বকাপ। আমরা দল হিসেবে উন্নতি করছি। যে ম্যাচগুলো আমাদের পক্ষে যায়নি সেগুলো থেকে আমরা শিখব।’
কোহলি আরও বলেন, ‘আমি আগামী কয়েক মাসকে একটি দুর্দান্ত সময় হিসাবে দেখছি যেখানে আমরা মানসম্পন্ন দল হয়ে খেলব, আমরা অস্ট্রেলিয়ায় যাব, আমাদের প্রস্তুতির সময় আছে এবং আমার কোন সন্দেহ নেই যে আমরা বিশ্বকাপের প্রথম খেলায় পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নামবো।’
-বাবু/এ.এস