মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
পর্যটকবোটে তিমির ধাক্কা, ৫ জনের সলিল সমাধি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪০ PM
নিউজিল্যান্ড উপকূলের সাগরে অনাকাঙ্খিত মৃত্যু ঘটেছে পাঁচ পর্যটকের। তিমির ধাক্কায় বোট উল্টে প্রাণ হারিয়েছেন তারা। শনিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রেডিও নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ শহর কাইকুরার কাছে গুজ উপসাগরে প্রতিদিন শতশত পর্যটক খুব কাছ থেকে তিমি, ডলফিন দেখতে নৌকা ভাসান। ভাড়ায় চালিত এমনই এক নৌকায় শনিবার সাগরে নেমেছিলেন নারীসহ ১১ জন।

পুলিশ জানায়, আকস্মিকভাবে তিমির ধাক্কায় একটি নৌকা উল্টে যায়। এতে ঘটনাস্থল থেকে ছয় জনকে উদ্ধার করতে সক্ষম হন জরুরি সেবা কর্মীরা। পরে অদূরে পাঁচজনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। 

তবে নিহতরা সবাই নারী নাকি পুরুষ- এ বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। তাদের মধ্যে কেউ বিদেশি পর্যটক আছে কি না, তাও প্রকাশ করা হয়নি।

কাইকুরার মেয়র ক্রেইগ ম্যাকল বলেন, সাগর ওই সময় শান্তই ছিল। তবে ধারণা করা হচ্ছে, পর্যটকদের ওই নৌকাটি ঠিক তিমির উপরে ছিল। তিমি হয়তো নিঃশ্বাস নেওয়ার জন্য মাথা উঁচু করেছে, আর তাতেই নৌকাটি উল্টে গেছে।

তিনি জানান, ওই সময় ঘটনাস্থলে কিছু স্পার্ম তিমি ও হামব্যাক তিমি খাবারের খোঁজে ঘোরাফেরা করছিল বলে জানা গেছে।

কাইকুরার কাছে সাগরে পর্যটকদের ভিড়ের কারণে বেশকিছু কোম্পানি নৌকাসহ ছোট জাহাজ ও হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে। নিউজিল্যান্ডের নাগরিকসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা ওই সাগরে গিয়ে তিমিসহ সামুদ্রিক প্রাণী কাছ থেকে দেখতে পান।

তবে সচরাচর দুর্ঘটনা ঘটে না বললেই চলে। পাচঁজন নিহতের ঘটনা খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন মেরিটাইম নিউজিল্যান্ড ইন্সপেক্টর। সূত্র- আল-জাজিরা।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত