বুধবার ৬ আগস্ট ২০২৫ ২২ শ্রাবণ ১৪৩২
বুধবার ৬ আগস্ট ২০২৫
রাজধানীতে দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: মাইক্রোবাসচালক গ্রেপ্তার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩:০২ PM আপডেট: ১২.০৯.২০২২ ৩:১২ PM
সড়ক দুর্ঘটনায় তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মাইক্রোবাসের চালক জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ওই মাইক্রোবাসটিও।

সোমবার (১২ সেপ্টেম্বর) তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ. এম আজিমুল হক জানান, সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে মাইক্রোবাসচালক জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে দুপুর পৌনে ৩টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে, সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে আজ ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আলী হোসেন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলী হোসেন তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত