রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কলাবাগানে ৭২ ভরি স্বর্ণ ও টাকা চুরির ঘটনায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৫ AM
রাজধানীর কলাবাগানে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ চোরাই মালামাল, তিনটি বিদেশি পিস্তল ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, কিছুদিন আগে কলাবাগান লেক সার্কাস ডলফিন গলিতে অ্যাডভোকেট আরেফিনের বাসায় চুরির ঘটনা ঘটে। চোর চক্র বাসায় ঢুকে ভুক্তভোগীর মায়ের ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কলাবাগান থানায় মামলা করেন।

কলাবাগান থানার ওসি বলেন, ওই ভবনসহ আশেপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হয়। টানা কয়েকদিন অভিযান চালিয়ে একাধিক স্থান থেকে চুরির ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই মালামাল ও তিনটি বিদেশি পিস্তল ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলেও জানান সাইফুল ইসলাম।

-বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত