মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
রাশিয়ার সঙ্গে আর আলোচনা চায় না ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৪ AM
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি এখন আর রাশিয়ার সঙ্গে আলোচনা চান না।

তিনি মার্কিন টিভি চ্যানেল সিএনএন-কে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, “আমি বর্তমানে রাশিয়ার পক্ষ থেকে গঠনমূলক আলোচনার আগ্রহ দেখছি না। আসলে আমি নিজেও এমন কারো সঙ্গে আলোচনা করব না যিনি আলটিমেটাম দেন।”

জেলেনস্কি আরও বলেছেন, “ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেখান থেকে সেনা সরিয়ে নিলেই কেবল দুই দেশের মধ্যে সমঝোতা হতে পারে।”

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ‘রাশা-ওয়ান’ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইউক্রেনের সঙ্গে আলোচনার বিরোধী নয় মস্কো। তবে কিয়েভের পক্ষ থেকে এ ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে যা দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনাকে জটিল করে তুলবে।’

গত ২১ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া। এরপরই ইউরোপ ও আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপড়েন আগের চেয়ে আরও বেড়েছে।

সূত্র: পার্সটুডে

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত