মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ ৭ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
রানির মরদেহ আজ নেওয়া হবে লন্ডনে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৫ PM
রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন স্থানীয় সময় সোমবার এডিনবার্গ থেকে লন্ডনে নেওয়া হবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রানির কফিন ২৪ ঘণ্টা এডিনবার্গের ঐতিহাসিক ক্যাথেড্রলে রাখা হয়। সেখানে তার ছেলে রাজা চার্লসসহ অন্য সন্তানরা মৌন বিরতি পালন করেন।

রানির মৃত্যুতে স্বয়ংক্রিয়ভাবে রাজা হওয়া চার্লস তার বোন অ্যান এবং অপর দুইভাই অ্যান্ডু এবং এডওয়ার্ডের সঙ্গে ১০ মিনিট নিরবতা পালন করেন। কফিনের চারপাশে দাঁড়িয়ে নতমস্তকে রানিকে শ্রদ্ধা জানান তারা।

স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গত বৃহস্পতিবার মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বাকিংহাম প্যালেস থেকে ঘোষণা করা হয়েছে, ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত