শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ঢাকায় অর্জিত অভিজ্ঞতা চিরকাল স্মৃতিতে লালন করবেন দোরাইস্বামী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৪ PM
ঢাকায় দায়িত্ব পালন করতে এসে অর্জিত অভিজ্ঞতা চিরকাল স্মৃতিতে লালন করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে জানিয়েছেন ভারতীয় বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এ কথা জানান ভারতীয় হাইকমিশনার।

সাক্ষাতে মন্ত্রী ও হাইকমিশনার দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ড. মোমেন হাইকমিশনারকে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য গতি যোগ করেছে, যা সময়ের পরীক্ষিত বন্ধুত্বের সাক্ষ্য বহন করে। 

তিনি গত বছর ভারতের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়ে হাইকমিশনারের ভূমিকার প্রশংসা করেন। এ ছাড়া গত ৬ ডিসেম্বর ঢাকা-নয়াদিল্লির মৈত্রী দিবস উদযাপনে হাইকমিশনারের ভূমিকার প্রশংসা করেন, যা বিশ্বের ২০টি দেশে যৌথভাবে পালন করেছে দুই দেশ।

দোরাইস্বামী বাংলাদেশে অবস্থানকালে তার দায়িত্ব পালনে সহায়তা ও সহযোগিতা জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি মোমেনকে বলেন, দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা ও সহযোগিতার কারণে অসামান্য দ্বিপাক্ষিক সম্পর্ক একটি উল্লেখযোগ্য সম্পর্কে পরিণত হয়েছে।

ড. মোমেন সাম্প্রতিক সময়ে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী আঞ্চলিক পদ্ধতির ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও ভারত যেহেতু বিভিন্ন ক্ষেত্রে প্রগতিশীল এবং সহযোগিতা ভাগাভাগি করে নিচ্ছে, সেক্ষেত্রে উভয় দেশ যদি একসঙ্গে কাজ করতে পারে, তবে তা দুই দেশের জনগণের জন্য উপকারী হবে এবং সামগ্রিকভাবে এ অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে অবদান রাখবে।

নিউইয়র্কে মোমেনকে নৈশভোজের আমন্ত্রণ জয়শঙ্করের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে নিউইয়র্কে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতীয় হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এসে ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী জয়শঙ্করের আমন্ত্রণ পৌঁছে দেন। মোমেন সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন। 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আগামী ২২ সেপ্টেম্বর সাইডলাইনে একটি নৈশভোজের আয়োজন করছেন।

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত