বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
পঞ্চম দিনেও বক্স অফিস কাঁপাচ্ছে কপুর ও আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৬ PM
গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কপুর ও আলিয়া ভাট অভিনীত 'ব্রহ্মাস্ত্র' ছবি। সবাইকে তাক লাগিয়ে দিয়ে ব্যবসাসফল হয়েছে ছবিটি। মুক্তির পঞ্চম দিনেও বক্স অফিস কাঁপাচ্ছে অয়ন মুখার্জি পরিচালিত ভারতের বিগ বাজেটের সুপারহিরো ফ্যান্টাসি মুভিটি।

চতুর্থ দিনের তুলনায় আয় কিছুটা কমলেও বক্স অফিসে শীর্ষস্থানেই আছে সিনেমাটি।

রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র একটি দুর্দান্ত উদ্বোধনী সপ্তাহ কাটিয়েছে এবং গতকাল মঙ্গলবারের পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছে। যদিও বলিউড হাঙ্গামা অনুসারে প্রথম মঙ্গলবার সিনেমাটির আয় ১৫ শতাংশ কমে গেছে।

প্রকাশনাটি জানিয়েছে, ব্রহ্মাস্ত্র তার পঞ্চম দিনে প্রায় ১৩ কোটি রুপি উপার্জন করেছে, যার ফলে মোট আয় ১৫০ কোটি রুপির বেশি হয়েছে। সিনেমাটি ভারতে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এবং এর দক্ষিণ সংস্করণ এখন পর্যন্ত ১৮ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।

দীর্ঘমেয়াদে বক্স অফিস ধরে রেখে সিনেমাটি ভারতে ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা। বলিউডের আয়ের খড়া কাটিয়ে উঠতে সবচেয়ে বড় অস্ত্র হতে যাচ্ছে ব্রহ্মাস্ত্র, এমনটাই ধারণা সকলের।

তিনটি পার্টে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র’। গত ৮ বছর ধরে এই সিনেমার উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। রণবীর-আলিয়া ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়।

সূত্র: বলিউড হাঙ্গামা

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত