শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
চলচ্চিত্রে সাদিয়া শিমুল
রঙের দুনিয়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৫ PM আপডেট: ১৪.০৯.২০২২ ৭:১০ PM

বর্তমান সময়ের উপস্থাপনা জগতে পরিচিত মুখ সাদিয়া শিমুল। উপস্থাপনা নিয়ে ব্যস্ততার পাশাপাশি এবার তিনি নতুন পরিচয়ে হাজির হবেন। গত মঙ্গলবার প্রথমবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আবদুস সামাদ খোকন পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘শ্রাবণ জোৎস্নায়’ চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে সাদিয়া বলেন, আমার চরিত্রের নাম ভ্রমর। কানাডায় থাকি। অনেক বিউটিফুল, স্মার্ট এবং পশ একটা মেয়ে। নিজেই ড্রাইভ করি। আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকার মিরপুর ডিওএইচএস এবং এফডিসিতে শুটিং হবে।

ছবির গল্প ও চরিত্র পছন্দ হওয়াতে ছবিতে নাম লিখিয়েছেন বলে সাদিয়া জানান।
উল্লেখ্য, জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলনের লেখা গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবিটি প্রযোজনা করছেন তামান্না সুলতানা। 

বাবু/টিআই
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত