বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
আর্মেনিয়া-আজারবাইজান সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলেন পুতিন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৯ AM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। শুক্রবার পুতিন জানান, মস্কোর মধ্যস্থতা করার মতো যথেষ্ট সক্ষমতা আছে।

নার্গানো কারাবাখ নিয়ে সংঘাতে সম্প্রতি ২০০ মানুষ নিহত হওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনিয়া-আজারবাইজান। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহা আলিয়েভ পুতিনকে শুক্রবার জানিয়েছেন, বর্তমানে অবস্থা স্থিতিশীল আছে। 

এই সংঘাতের জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ি করছে। আর্মেনিয়ার সাথে রাশিয়ার সামরিক মিত্রতা আছে, আজারবাইজানের সাথেও ভালো সম্পর্ক মস্কোর।

পুতিন বলেন, ‘রাশিয়ার প্রভাবে এই সংঘাত স্থানীয়করণ হয়েছিল। আমি আশা করি এটি অব্যাহত থাকবে।’ এই সংঘাত নিরসনে আর্মেনিয়া রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অরগানাইজেশনের (সিএসটিও) হস্তক্ষেপ চেয়েছে। 

সূত্র: রয়টার্স

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত