রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
জাপানে আঘাত হেনেছে সুপার টাইফুন নানমাডল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৪ AM
জাপানে আঘাত হেনেছে সুপার টাইফুন নানমাডল। রোববার (১৮ সেপ্টেম্বর) পূর্ব এশিয়ার এই দেশটির সবচেয়ে দক্ষিণে অবস্থিত প্রধান দ্বীপ কিউশুতে আঘাত হানে টাইফুনটি।

পরিস্থিতি বিবেচনায় জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রচন্ড ঝড় এবং উচ্চ ঢেউয়ের এমন সতর্কতা জারি করেছে ‘যা আগে কখনও হয়নি’। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে কিউশুর দক্ষিণাংশের দ্বীপগুলো থেকে স্থানীয় জনগণকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেয় জাপানের আবহাওয়া দপ্তর। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আগেই বলা হয়, সুপার টাইফুন নানমাডল ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে।

রয়টার্স বলছে, ইউএস নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র নানমাডলকে সুপার টাইফুন হিসাবে শ্রেণীবদ্ধ করে। এটি জাপানে চলতি মৌসুমের ১৪ তম টাইফুন। জেএমএ বলেছে, টাইফুন আছড়ে পড়ার সাথে সাথে রেকর্ড বৃষ্টিপাত হতে পারে। এতে করে নদী উপচে পড়া এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও সতর্কতা জারি করেছে সংস্থাটি।

জেএমএ’র পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দক্ষিণ কিউশুতে ৫০০ মিমি বৃষ্টিপাত হতে পারে। এমনকি টাইফুনের প্রভাবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার (ঘণ্টায় ১৫৫ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় টোকাই অঞ্চলে ৩০০ মিমি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে সুপার টাইফুন নানমাডলের তাণ্ডবের আশঙ্কায় ‘বিশেষ সতর্কতা’ জারি করে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেয় জাপানি কর্তৃপক্ষ। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে শনিবার জানায়, দক্ষিণ কিউশু অঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রয়টার্স বলছে, বিদ্যমান আবহাওয়ার কারণে রেলওয়ে অপারেটররা এই অঞ্চলে ট্রেন বাতিল করেছে। এছাড়া কনভেনিয়েন্স স্টোর চেইন সেভেন-ইলেভেন জাপান সাময়িকভাবে প্রায় ৯৫০ টি স্টোর বন্ধ করে দিয়েছে।

এছাড়া এই ঝড়টি আগামী সপ্তাহের শুরুতে পূর্ব দিকে বাঁক নিয়ে জাপানের প্রধান দ্বীপ হোনশুর ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে দেওয়া হয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত