মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
পেট্রোবাংলার সামনে, গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৯:২২ PM আপডেট: ২০.০৯.২০২২ ৯:২৭ PM
দীর্ঘ ৭ বছর ধরে সিরিয়ালে থাকা আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ, নতুন আবাসিক গ্যাস সংযোগ চালু ও শিল্প-বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে মানববন্ধন করা হয়েছে।  

গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন বাংলাদেশ  মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ মানববন্ধনের আয়োজন করে। এতে ওই সংগঠনের সভাপতি আবুল হাসেম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক এ কে এম অলিউল্লা হকসহ হাজারের বেশি গ্রাহক মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন বাংলাদেশের সভাপতি আবুল হাসেম পাটোয়ারী বলেন, পেট্রোবাংলার ৬ সাবসিডিয়ারি কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস, কর্ণফুলী গ্যাস, বাখরাবাদ গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস, জালালাবাদ গ্যাস, সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে গত ৭ বছর ধরে সিরিয়ালে থাকার পরেও গ্যাস সংযোগ দিচ্ছে না। ২০১৫ সাল থেকে গ্যাস সংযোগ প্রাপ্তির জন্য ডিমান্ড নোট, অভ্যন্তরীণ পাইপ লাইন নির্মাণ, রাস্তা কাটার অনুমতি, ঠিকাদারি কাজের বিলসহ অন্যান্য সকল অর্থ ব্যয় করে আবেদন জমাদানকারী সিরিয়ালে থাকা প্রায় ২ লাখ ১৫ হাজার গ্রাহককে গ্যাস সংযোগ দিতে বিলম্ব করছে। গ্যাস লাইন থেকে চুলা বর্ধিতকরণ কাজ চালু ও নতুন গ্যাস লাইন সংযোগ প্রদানের দাবিতে এই মানববন্ধন। গ্যাস সংযোগ না পাওয়ার কারণে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিরাজগঞ্জ, রাজশাহী, ভোলা ও সিলেটসহ অন্যান্য নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

তিনি আরও বলেন, গ্যাস সংযোগ না পেয়ে ঠিকাদারদের বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংযোগ না দিলে আমরা সারা দেশে সুবিধাবঞ্চিত গ্রাহকদের নিয়ে তীব্র আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো। হঠাৎ করে ২০১৫ সালে সারা দেশে বিনা নোটিশে গ্যাস সংযোগ কার্যক্রম বন্ধ রাখার কারণে প্রায় ২৩০০ ঠিকাদার এবং তাদের সাথে সংশ্লিষ্ট কয়েক হাজার লোক বেকার হয়ে পড়েন। যা গণতান্ত্রিক একটি দেশে মোটেও কাম্য হতে পারে না। 

বাবু/এসআর  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত