সাত ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দারুণ ইনিংসকে চাপিয়ে ইংল্যান্ডকে জেতালেন হ্যারি ব্রুক। ৬ উইকেটের জয় নিয়ে এগিয়ে গেল সফরকারীরা।
করাচির জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। শেষদিকে অবশ্য কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেনি।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে অ্যালেক্স হেলদের দারুণ ইনিংসের পর হ্যারি ব্রুকের লড়াকু স্কোরে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড।
-বাবু/এসআর