সাফজয়ী নারী ফুটবল দলের দুই সদস্য কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার সিনিয়রের ডলার ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় একটি লিখিত বিবৃতি দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দপ্তর।
সেই বিবৃতিতে বলা হয়েছে, দুই নারী ফুটবলারের লাগেজ ভাঙা ও অর্থ চুরির ঘটনা বিমানবন্দরে ঘটেনি। কর্তৃপক্ষের দাবি, সিসিটিভি ফুটেজ পরীক্ষা-নীরিক্ষা করে বিমানবন্দর এলাকায় চুরির ঘটনা ঘটার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাফুফের প্রটোকল প্রতিনিধি ও দুই টিম অফিশিয়াল কৃষ্ণাদের ব্যাগ চেক করেই নিয়েছে এবং সেই সময় লাগেজ তালাবদ্ধ ও অক্ষতই ছিল।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সংবর্ধনার কারণে নিজেদের ব্যাগগুলো বিমানমন্দর থেকে সংগ্রহ করতে পারেনি ফুটবলাররা। এসময় বাফুফের প্রতিনিধিরা তাদরে ব্যাগগুলো সংগ্রহ করে। পরে রাতে বাফুফের আবাসিক ক্যাম্পে নিজেদের ব্যাগগুলো তালা ভাঙা অবস্থায় পায় তারা।
বাবু/জাহিদ