শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ব্যালটের যুদ্ধে নামতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৪ PM

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মির্জা ফখরুলরা পাকিস্তানকে বেশি ভালোবাসে, তাই তাদের কাছে পাকিস্তান আমল ভালো ছিল। বিএনপি-জামায়াতরা এখনো বাংলাদেশকে ভালবাসতে পারে না। ২১ আগস্ট শেখ হাসিনাকে  হত্যা করার জন্য হাওয়া ভবনে ষড়যন্ত্র করা হয়েছিল। এখনো তারা ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। তাই আগামী নির্বাচনে অস্ত্র নয়, ব্যালটের যুদ্ধে নামতে হবে।

শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে শরীয়তপুর সদর উপজেলা ও জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে শরীয়তপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

সভায় আরও বক্তব্য রাখেন- শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক, বীর মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সি, আব্দুল আজিজ সিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান, মন্নান রাড়ী, মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুল হাকিম, শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাজাহান ফরাজী ও সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার মনিজা খাতুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। উদ্বোধন শেষে দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, জাজিরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার। জাজিরা পৌর মেয়র ইদ্রিস মাদবর, জাজিরা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক খানসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

মতবিনিময় শেষে মুক্তিযোদ্ধা ভবনে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান খান, আবদুল আজিজ শিকদারসহ অনেকেই।

উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অধীনে শরীয়তপুর জেলা শহরে ও জাজিরা উপজেলা শহরে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত