সময়ের আলোচিত জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি, প্রায় ই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে আলোচনায় থাকেন।
ঠিক তারই ধারাবাহিকতায় রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে একটি পোস্ট তিনি শেয়ার করেন, যেখানে তিনি রাগ, অভিমান, ক্ষোভ ভুলে সবাইকে ক্ষমা করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের কাছে নিজের জন্য দোয়া ও চান।
এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা! হঠাৎ কি এমন হলো মাহিয়া মাহির?
পাঠকদের জন্য মাহিয়া মাহির ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘বছরকে বছর যাদের যাদের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা ছিল, রাগ ছিল, অভিমান ছিল, যারা আমাকে ঠকিয়ে ছিলা, আমার বিশ্বাস ভেঙ্গেছিলা, যাদেরকে আমৃত্যু ক্ষমা না করার পণ করেছিলাম, তাদের সবাইকে আজকে থেকে ক্ষমা করে দিলাম। আমার জন্য সবাই দোয়া কইরো, কেমন?’
বাবু/এসএম