বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
'এই মানুষটা একটা ভালোবাসা' অপুকে পরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১:০৪ AM আপডেট: ২৭.০৯.২০২২ ১:১৫ AM
জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ চিত্র নায়িকা পরীমনি। সম্প্রতি অপু বিশ্বাস প্রযোজনার সঙ্গে সম্পৃক্ত হয়েছে, তার প্রথম প্রযোজিত এই সিনেমার জন্য শুভকামনা জানিয়ে পরীমনি তার ফেসবুক ওয়ালে অপু বিশ্বাসকে প্রশংসায় ভাসিয়েছেন। 

পরীমনি তার ফেসবুক ওয়ালে অপু কে ভালোবাসা আর মায়া নামে অভিহিত করেছেন, পরী লিখেছেন 'এই মানুষ টা একটা ভালোবাসা' 'তুমি একটা মায়া' এবং এরই সাথে পরী জানিয়েছে তার সন্তান প্রসবের দিন সর্বপ্রথম হাসপাতালে তাকে আর সন্তান কে দেখতে ছুটে গিয়েছিল অপু বিশ্বাস এবং সম্প্রতি তার জন্য বিভিন্ন ধরনের খাবার রান্না করে এবং তার সন্তানের জন্য হাত ভর্তি উপহার নিয়ে তার বাসায় হাজির হয়েছেন। 

প্রসঙ্গত সম্প্রতি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা 'লাল শাড়ি' দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তানভীর আহমেদ সিডনীর গল্পে এবং বন্ধন বিশ্বাসের পরিচালনায় আগামী নভেম্বর থেকে এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অপু বিশ্বাস। গত শনিবার রাজধানীর বনানীর একটি অভিজাত রেঁস্তোরায় ‘লালশাড়ি’র মহরত অনুষ্ঠিত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ থেকে সরকারি অনুদানে তিনি নির্মাণ করবেন ‘লাল শাড়ি।

-বাবু/এসআর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত