বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
কমে না মশা
তারা এসে ধোঁয়া উড়িয়ে চলে যায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৫:৫৪ PM আপডেট: ০৮.১০.২০২২ ৫:৫৮ PM
‘প্রতিদিনই খবরে শুনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের অভিযান। কোথায় এ অভিযান? মশকনিধন কর্মীদের দেখাই তো মেলে না। বর্তমান অবস্থা এমন হয়েছে যে প্রতি ঘরে ঘরে ডেঙ্গু রোগী। তাহলে সিটি কর্পোরেশনের মশকনিধন কার্যক্রম কি শুধু লোক দেখানো’— এমন প্রশ্ন রেখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন। শুধু ফরহাদ হোসেন নন, এমন অভিযোগ ঢাকার দুই সিটি কর্পোরেশনের অধীন বেশির ভাগ বাসিন্দার। তারা বলছেন, সিটি কর্পোরেশনের কোনো মশকনিধন কর্মীকে নিয়মিত দেখা যায় না। ফলে প্রতিটি এলাকায় যেমন মশা বেড়েছে, তেমনি বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় বিগত বছরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি কর্পোরেশন নানা পদক্ষেপ নিয়ে মাঠে নামলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের আশপাশের সব এলাকায় বলতে গেলে ঘরে ঘরে ডেঙ্গু রোগী। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখছি না। ডেঙ্গু ছাড়াও মশার উৎপাত রয়েছে দিন-রাত সবসময়। বাসায় ছোট বাচ্চা আছে। যে কারণে দিনের বেলাতেও মশারি টাঙিয়ে থাকতে হয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাজলার বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, ‘আমাদের আশপাশের সব এলাকায় বলতে গেলে ঘরে ঘরে ডেঙ্গু রোগী। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখছি না। ডেঙ্গু ছাড়াও মশার উৎপাত রয়েছে দিন-রাত সবসময়। বাসায় ছোট বাচ্চা আছে। যে কারণে দিনের বেলাতেও মশারি টাঙিয়ে থাকতে হয়।’‘নানা জায়গায় আবর্জনা উন্মুক্ত অবস্থায় পড়ে আছে। সেগুলোতে পানি জমছে আর সেই পানিতে মশা জন্ম নিচ্ছে। কিন্তু মশকনিধনে সিটি কর্পোরেশনের নিয়মিত কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ছে না। মাঝে এক বা দুইদিন অভিযানের নামে তারা আসে। ঘুরে ঘুরে জরিমানা করে চলে যায়। এরপর আর তাদের খোঁজ থাকে না।’

আমাদের এলাকার বাসিন্দারা বলতে পারবেন না যে কবে তারা মশকনিধন কর্মীদের কাজ করতে দেখেছেন। মাঝে মাঝে দুই-একদিন দেখা যায়। তারা এসে শুধু ধোঁয়া উড়িয়ে চলে যান। সিটি কর্পোরেশন যেসব অভিযানের কথা বলে, সেগুলো শুধুই লোক দেখানো। কাজের কাজ কিছুই হয় না। শেওড়াপাড়ার বাসিন্দা শেওড়াপাড়ার বাসিন্দা হাফিজুল ইসলাম ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঘরে ঘরে ডেঙ্গু রোগী। সিটি কর্পোরেশন মশক নিধনের নামে কী করে, তা আমরা বুঝতে পারি না। তাদের অভিযান শুধু মিডিয়াতে দেখা যায়। ‘আমাদের এলাকার বাসিন্দারা বলতে পারবেন না যে কবে তারা মশকনিধন কর্মীদের কাজ করতে দেখেছেন। মাঝে মাঝে দুই-একদিন দেখা যায়। তারা এসে শুধু ধোঁয়া উড়িয়ে চলে যান। সিটি কর্পোরেশন যেসব অভিযানের কথা বলে, সেগুলো শুধুই লোক দেখানো। কাজের কাজ কিছুই হয় না। তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।’

‘যেসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি, আমরা সেসব এলাকা টার্গেট করে অভিযান চালাচ্ছি। যেসব বাড়িতে ছাদবাগান আছে, যেসব স্থানে পানি জমে থাকে, আমরা সেই স্থানগুলোতে গিয়ে মশকনিধন কর্মীদের দিয়ে কার্যক্রম পরিচালনা করছি। তাদের সর্তক করছি। মাঝে মাঝে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে।’নিয়মিত মাইকিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে জনসচেতনতা তৈরি করছি। যারা বলছেন সিটি কর্পোরেশনের অভিযান লোক দেখানো, এটা কিন্তু ভুল। কারণ, আমরা প্রতিটি ওয়ার্ডে কাজ করছি। আমরা জানি কীভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হবে— বলেন কাউন্সিলর এনামুল হক।








ডেঙ্গু রোগীর সংখ্যা বছরভেদে কম-বেশি হয়। তবে, প্রতি বছরই ডেঙ্গু রোগী মেলে। বর্ষার সময় রোগীর সংখ্যা বেড়ে যায়। সরকারি পরিসংখ্যানে রোগীর যে সংখ্যা দেখানো হয় তা ঢাকার মাত্র ৪৭টি হাসপাতাল এবং অন্যান্য জেলার অল্পকিছু হাসপাতালের তথ্য। প্রকৃত রোগীর সংখ্যা এর চেয়ে প্রায় ১০গুণ। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরপিতাদের সজাগ দৃষ্টি এবং নিয়মিত মশকনিধন কার্যক্রম চালাতে হবে। সঠিক সময়ে বিজ্ঞানভিত্তিক নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করতে পারলে এটি রোধ করা সম্ভব
ড. কবিরুল বাশার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগ

ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, আধুনিক জীবনযাপনের সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট, পানির জারসহ বিভিন্ন ধরনের পাত্র। এসব পাত্রই ডেকে আনছে ডেঙ্গু। নগরের বিভিন্ন স্থানে আনাচে-কানাচে পড়ে থাকা বিভিন্ন ধরনের পাত্র এডিস মশা প্রজননের জন্য উপযুক্ত স্থান। এগুলো নিয়ে দীর্ঘমেয়াদি কাজ করতে হবে সিটি কর্পোরেশনকে।‘হুট করে অভিযান চালিয়ে ডেঙ্গুর নিয়ন্ত্রণ সম্ভব নয়। ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড ১০টি ব্লকে ভাগ করে ১০টি টিম গঠনের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের চিরুনি অভিযান চালানো প্রয়োজন। পুরস্কারের ব্যবস্থা করে তাদের উৎসাহিত করা যেতে পারে। স্বল্প সময়ের অভিযান বা কার্যক্রম চালিয়ে ডেঙ্গুর নিয়ন্ত্রণ সম্ভব নয়। এটি নিয়ন্ত্রণে থাকতে হবে পাঁচ থেকে ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম বছরব্যাপী চালাতে হবে।’

ডেঙ্গু রোগীর সংখ্যা বছরভেদে কম-বেশি হয়। তবে, প্রতি বছরই ডেঙ্গু রোগী মেলে। বর্ষার সময় রোগীর সংখ্যা বেড়ে যায়। সরকারি পরিসংখ্যানে রোগীর যে সংখ্যা দেখানো হয় তা ঢাকার মাত্র ৪৭টি হাসপাতাল এবং অন্যান্য জেলার অল্পকিছু হাসপাতালের তথ্য। প্রকৃত রোগীর সংখ্যা এর চেয়ে প্রায় ১০গুণ। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরপিতাদের সজাগ দৃষ্টি এবং নিয়মিত মশকনিধন কার্যক্রম চালাতে হবে। সঠিক সময়ে বিজ্ঞানভিত্তিক নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করতে পারলে এটি রোধ করা সম্ভব। এজন্য সিটি কর্পোরেশন ও নগরবাসীর সম্মিলিত প্রয়াস প্রয়োজন— বলেন ড. কবিরুল বাশার।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত