শাকিব-বুবলী-পূজা এই অভিনয় ত্রয়ীকে নিয়ে ঢালিউডপাড়ায় আলোচনা তুঙ্গে। এই শোনা যায় ছাড়াছাড়ির গল্প তো আবার শোনা যায় নতুন সম্পর্কের বন্ধন। ভালোবাসার শহরে ধর্মও যেন কোনো বাধা নয়। তাই তো ধর্মান্তরিত হওয়ার গল্পও ফাঁদে কেউ কেউ। এর কতটুকু সত্য আবার কতটুকু মিথ্যা— জানার আগ্রহ ভক্তদের। এসব বিষয়ে বুবলী, পূজা মুখ খুললেও নীরব দর্শক ছিলেন ঢালিউড নাম্বার ওয়ান তারকা শাকিব খান।
এবার তিনি নীরবতা ভাঙলেন— সতর্ক করলেন সুযোগ সন্ধানী মহলকে। অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরণের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।
এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?
আর এসব ভূয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।
বাবু/এসআর