বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
ভিসা আবেদনের হার বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৭:৩২ PM
গত বছরের প্রথম নয় মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে ১৬০ শতাংশ ভিসা আবেদনের হার বেড়েছে। ভিসাপ্রত্যাশীরা প্রধানত অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বেশি আবেদন করছেন।

বুধবার (১২ অক্টোবর) রাতে রাজধানীর একটি হোটেলে ভিএফএস গ্লোবাল বাংলাদেশ ট্রাভেল ট্রেন্ড-২০২২ উপলক্ষে এক ক্লোজড গ্রুপ সেশনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির দক্ষিণ এশীয় সিওও প্রবুদ্ধা সেন জানান, বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার চাহিদা ও প্রবণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভিসা আবেদনের পরিমাণ যেকোনো সময়ের তুলনায় এখন সর্বোচ্চ। ২০২১ সালের প্রথম ৯ মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভিসা আবেদনের হার ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে করোনার প্রকোপ ও ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য ভিসা আবেদন খুব কম ছিল। এ বছর ভিসা আবেদনের পরিমাণ মহামারি পূর্ববর্তী সময়ের সমান।

ভিসাপ্রত্যাশীর সংখ্যা বাড়ার কারণ হিসবে প্রবুদ্ধা সেন বলেন, করোনার পর আন্তর্জাতিক বর্ডারগুলো খুলে দেওয়া, ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিলী করা, এক্সপো দুবাই ২০২০ ও ফিফা বিশ্বকাপ ২০২২-এর মতো আন্তর্জাতিক ইভেন্টগুলো পুনরায় চালু, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো চালু ও আন্তর্জাতিক পর্যটকদের মাধ্যমে ‘স্বাস্থ্যই প্রথম’ ধারণায় বিশ্বজুড়ে স্পর্শবিহীন প্রযুক্তির ব্যাপক চর্চা।

এ সময় সংস্থাটির জেনারেল ম্যানেজার (কর্পোরেট অ্যান্ড কমিউনিকেশন) সৌভিক মিত্রসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত