বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ ৯ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৮:১৯ PM

যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। রাজনৈতিক চাপ এবং বাজার নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেং বরখাস্ত হওয়ার পর হান্ট তার স্থলাভিষিক্ত হলেন।  

দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কার্যালয় শুক্রবার এ কথা জানিয়েছে। দ্য টাইমসের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে আজ শুক্রবারই যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার পর ছয় সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হন তিনি। দায়িত্ব নেওয়ার পর একটি মিনি বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর প্রভাবে যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিতে ধস নামে। ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের রেকর্ড দরপতন হয়। এ মিনি বাজেটের প্রভাবে দেশটিতে মর্গেজের দামও বৃদ্ধি পায়। এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মাত্র ছয় সপ্তাহের মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

তার আগে যুক্তরাজ্যে ১৯৭০ সালে মাত্র ৩০ দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইয়ান ম্যাকলিয়ড। তিনি দায়িত্ব পাওয়ার ৩০ দিনের দিন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন, যা অর্থমন্ত্রী হিসেবে কোনো ব্যাক্তির সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করার রেকর্ড।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত