শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বিপর্যয় কাটিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১৭৪
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৫:২৪ PM
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে প্রথম ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। কিন্তু বিপর্যয়ের আঁচ লাগতে দেননি অভিজ্ঞ সিকান্দার রাজা। ৪৮ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন বড় সংগ্রহ। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে আয়ারল্যান্ড। হোবার্টের বেলেরিভ ওভালে প্রথম ইনিংস শেষে আয়ারল্যান্ডকে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। 

ব্যাটিংয়ে নেমে কোনো রান যোগ না করেই ফেরেন রেগিস চাকাভা। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি ওয়েসলি মাধেভেরে। ১৯বলে ২২ রান করে ফিরেছেন জশুয়া লিটলের বলে। ৯ রান করে আরভিন ফিরলে কিছুটা বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে এসে বিপর্যয় সামাল দেন রাজা। শুরুতে তাকে বেশ ভালো সঙ্গ দিলেও সিমি সিংয়ের শিকার হয়ে ফেরেন শন উইলিয়ামস। পঞ্চম উইকেটে মিল্টন শুম্বাকে নিয়ে ৫৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত এনে দেন রাজা। 

শেষদিকে লুক জংউয়ের ১০ বলে ২০ রানের ক্যামিং ইনিংসে ১৭৪ রানে প্রথম ইনিংস শেষ করে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন লিটল। দুটি করে উইকেট পেয়েছেন মার্ক অ্যাডায়ার ও সিমি সিং। 

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত