হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও আজ হারের মুখ দেখলো বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সোমবার আফগানিস্তানের বিপক্ষে ১৬২ রান তাড়ায় ৯৮ রানে থেমেছে বাংলাদেশ। তাতে আরও একবার বড় হার নিয়ে মাঠে ছেড়েছে সাকিব আল হাসানের দল।
বেলেরিভ ওভালের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং কোনো ডিপার্টমেন্টেই আফগানিস্তানের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬২ রানের বড় হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শুরু করতে হল টাইগারদের।