কর্মবিরতি শেষে কাজে যোগ দিয়েছেন খাতুনগঞ্জের শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ১:১৭ AM আপডেট: ১৯.১০.২০২২ ১:২১ AM
প্রায় নয় ঘণ্টা কর্মবিরতি শেষে কাজে যোগ দিয়েছেন খাতুনগঞ্জের শ্রমিকরা। এক শ্রমিক ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টার পর কাজে যোগ দেন তারা।
খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সোমবার দুপুরে মো. মাসুদ নামে এক শ্রমিকের সঙ্গে এক পিকাপ চালকের কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে পিকআপ চালক তারা কিছু সন্ত্রাসী নিয়ে এসে মাসুদকে ছুরিকাঘাত করে। এ ঘটনার প্রতিবাদে আজকে সারা দিন শ্রমিকরা ধর্মঘট পালন করেন। পরে আজকে বিকেলে শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন ব্যবসায়ী সমিতি। বৈঠকে হামলাকারীদের বিচারের আওতায় আনার ঘোষণা দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।
তিনি বলেন, শ্রমিকদের কর্মবিরতির কারণে সারা দিন পণ্য ওঠা-নামা বন্ধ ছিল। কোথাও পণ্য পাঠানো যায়নি। শ্রমিকদের কর্মবিরতির কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুক্ষীন হয়েছেন।