বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ভূমধ্যসাগরে রাশিয়া-আলজেরিয়ার সামরিক মহড়া
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৩:৪৮ PM

ভূমধ্যসাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও আলজেরিয়া। চারদিন ধরে চলবে দেশ দুইটির এই মহড়া। আলজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

এক লিখিত বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য রাশিয়ার যুদ্ধ জাহাজের একটি বহর এরই মধ্যে আলজেরিয়ার বন্ধরে এসে পৌঁছেছে।

আলজেরিয়ান ও রাশিয়ান নৌবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করতে এই মহড়া চালানো হচ্ছে বলেও জানানো হয়।

গত নভেম্বরে রাশিয়ান ও আলজেরিয়ান যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে যৌথ মহড়া চালায়, যার মধ্যে বিভিন্ন কৌশলগত বিষয় অন্তর্ভুক্ত ছিল।

আলজেরিয়া হচ্ছে রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার। তাছাড়া রাশিয়া তাদের অস্ত্রের বড় অংশ দেশটিতে রপ্তানি করে থাকে।

এদিকে বুধবার (১৯ অক্টোবর) ইউক্রেনে দখলকৃত চার অঞ্চলে মার্শাল ল’ জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সংক্রান্ত একটি আদেশেও সই করেছেন তিনি।

আদেশে পুতিন বলেছেন, রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত চার অঞ্চলে মার্শাল ল’ জারির আদেশে আমি সই করেছি। এখন তাৎক্ষণিকভাবে এটা অনুমোদনের জন্য ফেডারেশন কাউন্সিলে পাঠানো হবে।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত