রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শান মাসুদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৩:৩১ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচ শুরু হতে বাকি আর মোটে একদিন। এর আগেই পাকিস্তান শিবিরে এলো বড় দুঃসংবাদ। দলটির ব্যাটার শান মাসুদ ইনজুরির কবলে অবস্থান করছেন হাসপাতালে। আজ শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের নেট সেশনে ব্যাটিং অনুশীলন করছিলেন মাসুদ। অনুশীলনের এক পর্যায়ে দলের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের করা একটি শট মাসুদের মাথায় আঘাত হানে।

মাথায় আঘাত লাগার পর অনুশীলন সেশনেই বেশকিছুক্ষণ ধরে সেবা নিতে দেখা যায় টপ অর্ডার এই ব্যাটারকে। মূলত মাথার ডানে পাশে আঘাত পান মাসুদ। তবে পরবর্তীতে স্কানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। যদিও স্ক্যানের রিপোর্ট সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে প্রাথমিক ধারণায় বোঝা যাচ্ছে চোট খুব একটা গুরুতর নয়।

গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফখর জামান না থাকায় দলের হয়ে তিন নম্বর পজিশনেই ব্যাট করেছেন মাসুদ। এখন পর্যন্ত ৩২ বছর বয়সী এই ব্যাটার পাকিস্তানের হয়ে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে, ১২৫ স্ট্রাইক রেটে করেছেন ২২০ রান। পেয়েছেন দুই অর্ধশতকের দেখাও।

বিশ্বকাপের পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, শাহিন আফ্রিদি, ইফতিখার আহমেদ, আসিফ আলী, হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন, শান মাসুদ, মোহাম্মদ নেওয়াজ, ফখর জামান, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত