টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচেই দিশেহারা আফগানিস্তান। স্যাম কারান- বেন স্টোকসদের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে প্রথম ইনিংসে দাঁড়াতেই পারেননি মোহাম্মদ নবি- নাজিবুল্লাহ জাদরান। তাতে প্রথম ইনিংস শেষে ১১২ রানেই অলআউট আফগানরা।
ম্যাচে ৩.৪ ওভার হাত ঘুরিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন ইংলিশ বোলার স্যাম কারান। প্রথম বোলার হিসেবে ইংলিশদের টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট শিকারীর তালিকায় নাম লেখালেন ২৪ বছর বয়সী এ পেসার।