শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বড় হারের মুখে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১২:৪১ PM আপডেট: ২৭.১০.২০২২ ১২:৫২ PM

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। শুরুর ওভারে উঠে এসেছিল ১৭ রান। তবে এরপরই খেই হারিয়েছে বাংলাদেশ। ৮৫ রানে ৮ উইকেট হারিয়ে বিশাল হারের দুয়ারে চলে গেছে সাকিব আল হাসানের দল।

দুই ছয়ে দারুণ শুরুর পর ব্যক্তিগত ১৫ রানে ফিরে গেছেন সৌম্য সরকার। সৌম্য ফিরে যাওয়ার দুই বল পরেই উইকেট হারান নাজমুল হোসেন শান্ত। এদিন মোটে ৯ রান করেন বাঁহাতি এই ওপেনার।

আগের দুই উইকেট গিয়েছিল আনরিখ নরকিয়ার দখলে। পরের শিকারটাও তিনিই করলেন। লেগ বিফোরের ফাঁদে ফেলে ১ রানে ফেরান সাকিব আল হাসানকে।

এরপর রান পাননি মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন কেউই। ফিরেছেন সব দ্রুতই। মিরাজ কেবল ছুঁইয়েছেন দুই অঙ্কের রান। এছাড়া মোসাদ্দেক করেছেন ০, আর আফিফ করেছেন ১ রান। অন্যদিকে নুরুল হাসান সোহান করেন ২ রান।

উইকেট হারানোয় এক প্রান্ত আগলে রেখে এখনো লড়াই চালিয়ে যাচ্ছিলেন লিটন দাস। তাতে বাংলাদেশের হারের ব্যবধানটা আরেকটু কমার আশাটা টিকে ছিল বেশ। তবে ব্যক্তিগত ৩৪ রানে তিনিও যখন ফেরেন তাবরাইজ শামসির শিকার হয়ে, তখনই বড় ব্যবধানের হারের দুয়ারে চলে যায় বাংলাদেশ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত