বৃষ্টির কারণে আরও একটি ম্যাচ বাতিল ঘোষণা করতে হলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের। কিন্তু বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হতে পারেনি। একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে।
এর আগেও সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে পারেনি আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। ওই ম্যাচেও টস হয়নি এবং একটি বলও মাঠে গড়ায়নি। সুপার টুয়েলভে দ্বিতীয় ম্যাচও একই পরিণতির শিকার হলো।
বাবু/এসআর