মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
বিএনপির গণসমাবেশ
সমাবেশে যোগ দিতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১০:৩২ AM

বিএনপির গণসমাবেশের আগের দিন থেকে রংপুরে বন্ধ আছে গণপরিবহন। তাই সমাবেশে যোগ দিতে দুদিন আগে থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

শনিবারও (২৯ অক্টোবর) সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। কেউ হেঁটে আবার কেউ সাইকেল কিংবা মোটরসাইকেলে আসছেন। অনেকে ব্যাটারিচালিত অটোরিকশার বহর নিয়ে আসছেন।

সকাল ৮টায় নগরীর মাহিগঞ্জের সাতমাথায় কথা হয় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্কুল শিক্ষক বেলাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘৫০টি অটোরিকশা নিয়ে ভোর ৪টায় বের হয়েছি। চার ঘণ্টায় রংপুরে এসে পৌঁছেছি।’

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব হোসেন বলেন, ‘প্রায় ৯০ কিলোমিটার অটোরিকশায় এসে মাহিগঞ্জে পুলিশের বাধার মুখে পড়তে হয়। পরে অটোরিকশা ছেড়ে ৫০ নেতাকর্মীকে নিয়ে সাত কিলোমিটার পথ হেঁটে সমাবেশে এসেছি।’

দুপুর ২টায় রংপুর কালেক্টরেট মাঠে শুরু হবে বিএনপির গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকেই ভিড় করছেন নেতাকর্মীরা। তাদের বিভিন্ন স্লোগানে মুখরিত সমাবেশস্থল।

এদিকে বিশৃঙ্খলা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সমাবেশ মাঠের আশপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত