শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
রাজধানীতে কমিউনিটি পুলিশিং ডে-এর র‌্যালি
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১১:১৬ AM
সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও আজ শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করা হচ্ছে। 

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এ বছর অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতর থেকে র‌্যালি বের হয়। পরে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয় র‌্যালিটি। 

র‌্যালি শেষ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে’ এর আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, চিত্রজগতের নায়ক ও নায়িকাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

আর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং মুখ্য আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এবং কমিউনিটি পুলিশিং মেম্বারদের (সিপিএম) মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধ বা আসক্তি সংক্রান্ত গম্ভীরা, বাউলগান, জারিগান, নাটিকা, একক অভিনয়, রচনা প্রতিযোগিতা এসব বিষয়ে পরিবেশনা থাকার কথা রয়েছে।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত