বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
অ্যান্টার্কটিকায় অতিরিক্ত এক রাত থাকতে হলো জেসিন্ডা আরডার্নকে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১২:৩৯ PM আপডেট: ২৯.১০.২০২২ ১২:৪৪ PM

বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অ্যান্টার্কটিকায় নিজেদের স্কট গবেষণা কেন্দ্রে অতিরিক্ত একটি রাত কাটাতে হয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও তার সফরসঙ্গীদের।

এর আগে এ সপ্তাহের শুরুতে অ্যান্টার্কটিকায় পৌঁছানোর চেষ্টা করলেও আবহাওয়া খারাপ হওয়ায় অ্যারডার্নের বিমানটিকে ফিরে যেতে বাধ্য হয়। এর একদিন পর বুধবার (২৬ অক্টোবর) অ্যান্টার্কটিকায় পৌঁছান আরডার্ন ও সফরসঙ্গীরা।

শনিবার (২৯ অক্টোবর) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানান, আরডার্ন ও তার সঙ্গীরা রোববার (৩০ অক্টোবর) ইতালিয়ান সি-১৩ হারকিউলিস সামরিক বিমানে করে দেশে ফিরবেন।     

বুধবার অবতরণের পর রেকর্ড করা একটি ভিডিও বার্তায়, আরডার্ন বলেছিন- অ্যান্টার্কটিকায় নিউজিল্যান্ডের উপস্থিতির গুরুত্ব রয়েছে। কেন্দ্রেটির ৬৫ বছর হয়ে গেছে ও সেখানে কাজ করা বিজ্ঞানীদের ভূমিকা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড সরকার কেন্দ্রটির পুনর্বিকাশ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অ্যান্টার্কটিকা ও আশেপাশের প্রকৃতি-প্রাণী রক্ষা ও সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপের বিষয়ে দুই সপ্তাহের বার্ষিক বৈঠকের জন্য অস্ট্রেলিয়ার হোবার্টে ২৭ জন আন্তর্জাতিক বিজ্ঞানী ও কূটনীতিকের বৈঠকের পরই অ্যান্টার্কটিকায় সফরে যান আরডার্ন।

কমিশন ফর কনজারভেশন অফ অ্যান্টার্কটিক মেরিন লিভিং রিসোর্সেস (সিসিএএমএলআর) ২৬টি সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত। ২০১৯ সালের পর আবার এ বছর তারা সরাসরি বৈঠকে বসে৷ এ গোষ্ঠীতে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার এমনকি ইউক্রেনও রয়েছে।

পরিবেশ বিজ্ঞানী ও সংরক্ষণবাদীরা কমিশনকে অ্যান্টার্কটিকার দক্ষিণ মহাসাগরে মাছ ধরার ওপর আরও প্রতিরক্ষামূলক সীমাবদ্ধতা আরোপ করার আহ্বান জানাচ্ছেন। তবে রাশিয়া, চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় ঐকমত্যে পৌঁছানো আরও কঠিন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়া, ফ্রান্স ও চিলিসহ সাতটি দেশের মধ্যে নিউজিল্যান্ড একটি, যাদের অ্যান্টার্কটিকায় আঞ্চলিক দাবি রয়েছে।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত