বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
অক্টোবরে কলকাতায় ১০ বছরে সর্বনিম্ন তাপমাত্রা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১:০৩ PM

অক্টোবরে কলকাতার তাপমাত্রা ১০ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমেছে শনিবার (২৯ অক্টোবর) সকালে। এদিন সকালে কলকাতায় তাপমাত্রার পারদ নেমেছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে।  

আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকালের সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ১০ বছর আগের রেকর্ড ভেঙেছে। এর আগে ২০১২ সালের ২৮ অক্টোবর শহরের তাপমাত্রা নেমেছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী পাঁচদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে এখনও শীত আসতে দেরি আছে। 

এছাড়া শিল্পনগরী আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে ১৮ ডিগ্রি, বাঁকড়ায় ১৭ দশমিক ৯ ডিগ্রি, কোচবিহারে ১৭ দশমিক ৯ ডিগ্রি, জলপাইগুড়িতে ১৭ দশমিক ৫ ডিগ্রি এবং ডায়মন্ড হারবারের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। 

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতাংশ।

এদিকে সকালে শীতের ভাব থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা উবে যাচ্ছে। আবার রাতের দিকে তা টের পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে ভোরের দিকে কুয়াশা পড়ছে।

সূত্র : আনন্দবাজার অনলাইন

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত