সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ডরথী রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১০:৫৫ PM

জাতীয় সংসদের সংরক্ষিত-১৯ আসনের নারী সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোছা. ডরথী রহমান। আজ বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।


জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।


শপথ গ্রহণ শেষে ডরথী রহমান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংরক্ষিত-১৯ আসনের সংসদ সদস্য ছিলেন অ্যানী রহমান। গত ১১ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হলে আসনটি শূন্য হয়। পরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডরথী রহমান মনোনয়নপত্র দাখিল করেন, যা ২ নভেম্বর বাছাই করে গৃহীত হয়। গত ৮ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ডরথি রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত