ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মো. জামাল শিকদারের নেতৃত্বে এ অভিযানে চালানো হয়।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন ফুটপাত এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, কাইচা বাড়ি, বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এর আগে মঙ্গলবার অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে ফুটপাত ও মহাসড়কের দখল ছেড়ে দিতে মাইকিং করে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত এবং যানজট নিরসন করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |