সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
আশির দশকের জনপ্রিয় গায়ক মো. ইব্রাহীম আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ২:২৮ PM
মরমী গানের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার মো. ইব্রাহীম মারা গেছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস করেছেন।

মো. ইব্রাহীমের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। তিনি আরও জানিয়েছেন, আজ বাদ আসর শিল্পী মো. ইব্রাহীমের জানাজা অনুষ্ঠিত হবে।

আশির দশকে বেশ জনপ্রিয় ছিলেন মো. ইব্রাহীম। ১৯৭২ সাল থেকে গানের সঙ্গে জড়িত তিনি। আশির দশকের অত্যন্ত জনপ্রিয় হওয়া ‘কি আছে জীবনে আমার’, ‘কোন একদিন আমায় তুমি খুঁজবে’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু’, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’ গানগুলোর শিল্পী তিনি। এখনও এই গানগুলো গুনগুন করে গেয়ে থাকেন তখনকার শ্রোতারা।

জানা গেছে, ৪১টি অ্যালবামসহ প্রায় সাড়ে চারশ গানে কণ্ঠ দিয়েছেন এই মরমী শিল্পী।

মো. ইব্রাহীমের অ্যালবামগুলোর মধ্যে রয়েছে-‘কি আছে জীবনে আমার’, ‘বিনোদিয়া, ‘ভবের মানুষ’, ‘নিষ্ঠুর পৃথিবী’, ‘আর কান্দাইওনা’, ‘কবর হলো রুহের হোল্ডিং নাম্বার’, ‘সৃষ্টি রহস্য’, ‘মাটির দেহ যাবে পচে’ প্রভৃতি।

সবশেষে কয়েক বছর আগে প্রকাশ পায় তার অ্যালবাম ‘ভাবদরিয়া’। নিজের অ্যালবামের বেশিরভাগ গানই ইব্রাহিমেরই লেখা ও সুর করা। এছাড়া অন্যদের লেখা এবং সুরে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত