শুক্রবার ২৫ জুলাই ২০২৫ ১০ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ২৫ জুলাই ২০২৫
খাশুগজি হত্যাকাণ্ড
সৌদি যুবরাজকে দায়মুক্তি দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৪:৩২ PM
সাংবাদিক জামাল খাশুগজি হত্যার মামলা থেকে সৌদি আরবের প্রকৃত নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। মোহাম্মদ দায়মুক্তির যোগ্য, এমন বিবেচনায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। সৌদি আরবের বিশিষ্ট সমালোচক খাশুগজি ২০১৮-র অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্সুলেটের ভেতরে খুন হন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, তাদের বিশ্বাস যুবরাজ মোহাম্মদ খুনের আদেশটি দিয়েছিলেন। 

কিন্তু আদালতে পেশ করা এক নথিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের প্রধানমন্ত্রী হওয়ার পর নতুন ভূমিকার কারণে দায়মুক্তি পান তিনি। খবরটি প্রকাশ্যে আসার কয়েক মিনিটের মধ্যেই এর প্রতিক্রিয়ায় খাশুগজির প্রাক্তন বাগদত্তা ও তার খুনের মামলার বাদি হাতিজে জেঙ্গিস টুইটারে লিখেছেন, “আজ জামাল আবার মারা গেল।”   

বিবিসি জানিয়েছে, জেঙ্গিস ও খাশুগজি প্রতিষ্ঠিত মানবাধিকার গোষ্ঠী ‘ডেমোক্র্যাসি ফর দ্য আরব ওয়াল্ড নাউ’ এ খুনের জন্য সৌদি যুবরাজের কাছে অনির্দিষ্ট ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছিল। অভিযোগে ‘অপহরণ, আটকে রাখা, মাদক প্রয়োগ ও নির্যাতন এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী সাংবাদিক ও গণতন্ত্রের সমর্থক খাশুগজিকে হত্যার দায়ে’ সৌদি নেতা মোহাম্মদ ও তার কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়।  

২০১৭ সালে রাজকুমার মোহাম্মদকে তার বাবা সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ যুবরাজ হিসেবে অভিষিক্ত করেন। চলতি বছরের সেপ্টেম্বরে মোহাম্মদকে (৩৭) প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। খাশুগজি হত্যায় তার কোনো ভূমিকা নেই বলে মোহাম্মদ দাবি করে আসছেন।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত