মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
এশিয়ার পাওয়ার বিজনেসের নারী তালিকায় শীর্ষে ভারতীয় গজল আলগ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৫:১৩ PM আপডেট: ১৯.১১.২০২২ ৫:২৪ PM

২০২২ সালের ব্যবসায়ী নারীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলজুড়ে ব্যবসায় মোট ২০ জন নারীকে এতে স্থান দেওয়া হয়েছে। ২০ জনের এই তালিকা নারীদের নেটওয়ার্ক আরও বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

নভেম্বর সংস্করণে ফোর্বস এশিয়া প্যাসিফিকের পেশাদার নারীদের একটি গ্রুপকে বেছে নিয়েছে, যারা কোভিড-১৯ প্রাদুর্ভাব ও অনিশ্চয়তা সত্ত্বেও কোম্পানির উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছেন ও সফল হয়েছেন।

ফোর্বসের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ভারতের গজল আলগ। তিনি হোসানা কনসিউমারের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ ইনোভেশন অফিসার।

তিনি তার স্বামী ও প্রধান নির্বাহী বরুণের সঙ্গে ২০১৬ সালে গুরগাঁওভিত্তিক ব্যবসার প্রতিষ্ঠা করেছিলেন। আলগের মালিকানাধীন ফার্মটি এই বছরের জানুয়ারিতে একটি ইউনিকর্নে পরিণত হয়।

মূলত আলগ তার কার্যক্রম শুরু করেন তাদের শিশু পুত্রের জন্য রাসায়নিক মুক্ত বিকল্প খুজতে গিয়ে। আলগ জানিয়েছেন, সে সময় ভারতে এ সম্পর্কিত কোনো পণ্য পাওয়া কঠিন ছিল। এরপরেই আমরা এ বিষয়ে উদ্যোগ নিতে শুরু করি। এই কোম্পানির অধীনে শিশুদের জন্য সাতটি পণ্য চালু করা হয়। পরে এই ব্যবসা আরও প্রসারিত হয়।

চলতি বছরের মার্চে শেষ হওয়া বছরে হোসানা কনসিউমারের আয় প্রায় দ্বিগুণ হয়। শুধু অনলাইন ও স্টোর বিক্রি থেকে আসে ১২১ মিলিয়ন ডলার। ২০২১ অর্থ বছরে কোম্পানিটি ২৫০ মিলিয়ন ভারতীয় রুপি আয় করে। এই বছরে লাভ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত