যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাজহারুল ইসলাম খান বলেছেন, দেশ গড়ার জন্য অনেকগুলো উপকরণ রয়েছে, তার মধ্যে অন্যতম পরিবেশ। আজ থেকে ২৫ কিংবা ৩০ বছর আগে পরিবেশ নিয়ে এত কথা শুনিনি। এখন পরিবেশ নিয়ে অনেক কথা শুনি। মিশরে পরিবেশ নিয়ে সম্মেলন চলছে। এখন পরিবেশ নিয়ে ভাববার সময় এসেছে। পরিবেশ এমন একটি জিনিস, একজন এটাকে ভালো করতে পারবে না, সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে ‘প্রথম জাতীয় পরিবেশ উৎসব-২০২২’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি। আরএফএল গ্রুপের টেল প্লাস্টিক এর অর্থায়নে ও এনভায়রনমেন্ট ওয়ার্চ এর সহযোগিতায় ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক এই অনুষ্ঠানের আয়োজন করে।
মাজহারুল ইসলাম বলেন, আগে পাঠক্রমে পরিবেশ নিয়ে তেমন কিছু ছিল না, এখন পরিবেশের অনেক কিছু রয়েছে। আমরা অনেক পরে পরিবেশের বিষয়ে জেনেছি। তবে বর্তমান প্রজন্ম অনেক আগে থেকে জানতে পারছে। এ ধরনের আয়োজনে অংশ নিয়ে তারা আরও বেশি শিখতে পারবে। এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদের বলবো, যেন এই কার্যক্রম চালিয়ে যায়।
দেশে প্রায় ২৪ হাজার সংগঠন যুব উন্নয়নের নিবন্ধনে রয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবেশসহ যারা এ ধরনের ভালো কাজ করেন তাদের আমরা পুরস্কৃত করে থাকি। যেসব যুব সংগঠন সমাজের জন্য ভূমিকা রাখে, ভালো কাজ করে, পরিবেশের জন্য কাজ করে তাদের পুরস্কৃত করি, প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা পুরস্কার নেয়।
তিনি বলেন, তারা পরিবেশের মতো সুন্দর একটি জিনিস নিয়ে আয়োজন করতে যাচ্ছে সেটা দেখেই আমি এখানে আসার চিন্তা করি। এ ধরনের অনুষ্ঠান যদি আমরা গুরুত্ব দিয়ে করতে পারি তাহলে অবশ্যই আমাদের পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে। যে পরিবেশে আমরা এসেছি সেই পরিবেশ আজকে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশের হুমকি আমরাই করছি শুধু অসচেতনভাবে পরিবেশকে ব্যবহারের মাধ্যমে। আমাদের পরিবেশ আমাদেরকেই বাঁচাতে হবে।
চলতি বছরের আগস্ট মাসে ‘প্রথম জাতীয় পরিবেশ উৎসব-২০২২’ এর আয়োজন করা হয়। এতে ১৬টি ইভেন্টে ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এতে ২৮১ জনকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাজহারুল ইসলাম খান, যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার, আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক কামরুল হাসান, আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) বশির উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর মতিঝিল ইউনিটের থানা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসী বেগম।
এছাড়া দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কেএম জিয়াউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (এডিসি) শাহনাজ সুলতানা, বুয়েটের অধ্যাপক ড. মফিজুর রহমা প্রমুখ।
বাবু/এসআর