সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
লাইফ সাপোর্টে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোবাশ্বের হোসেন
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ২:১৪ PM

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পরিবেশবাদী স্থপতি মোবাশ্বের হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন আগে থেকেই হার্টের জটিলতায় ভুগছিলেন। চারদিন আগে শরীরে আরও কিছু জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোবাশ্বের হোসেনের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষা করে তার নানা ধরনের সমস্যা ধরা পড়েছে। মাল্টিপল অর্গান ফেইলিওর হয়েছে। তবে গত দুইদিন ধরে তার অবস্থা একটু উন্নতির দিকে।

মোবাশ্বের হোসেনের পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মোবাশ্বের হোসেন একজন বীর মুক্তিযোদ্ধাও। ১৯৭১ সালে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, ছিলেন ক্র্যাক প্লাটুনের সক্রিয় সদস্য।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত