পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে নিজেদের আওতাধীন এলাকায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২২ নভেম্বর) মিরপুর ১১নম্বর সেকশনের প্যারিস রোড সংলগ্ন মাঠে বড় পর্দায় খেলা দেখানোর কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, সবাই যেন মাঠমুখি হয়, একসঙ্গে আনন্দ করে খেলা দেখতে পারে সে কারণে ডিএনসিসির পক্ষ থেকে বড় পর্দায় খেলা দেখানো উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আজ নয়টি স্থানে একযোগে খেলা দেখানোর আয়োজন করেছি। মাঠে খেলা দেখার এমন আয়োজন পুরো বিশ্বকাপ জুড়েই থাকবে। আর এ জন্য সকল ধরনের খরচ ডিএনসিসি নিজেই বহন করবে।
জানা গেছে, প্রাথমিকভাবে ডিএনসিসি এলাকার নয়টি স্থানে বড় পর্দায় সবাই একসঙ্গে খেলা দেখানোর ব্যবস্থা করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে—মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিল মুজিব চত্বর, খিলগাঁও তালতলা মার্কেট, গুলশান-২ নগর ভবনের সামনে, কাচকুড়া কলেজ মাঠ, প্যারিস রোড সংলগ্ন মাঠ, শ্যামলী পার্ক ও মোহাম্মদপুর লাউতলা খাল সংলগ্ন মাঠ।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি আঞ্চলিক এলাকায় নগরবাসী যেন একসঙ্গে দেখতে পারে সে কারণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, ডিএনসিসি ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহুরুল ইসলাম মানিক, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মেহেরুন নেসা প্রমুখ।
বাবু/এসআর