শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে ৩ হাজার ৪২৮ জন শ্রমিককে মৃত্যুজনিত, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষা সহায়তা হিসেবে শ্রমিকদের প্রায় ২১ কোটি ৬৫ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় তহবিলের ১৮তম বোর্ড সভায় এ সহায়তার বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
সহায়তার জন্য অনুমোদন প্রাপ্তদের মধ্যে বিজিএমইএ-এর ৪৯৫ জন এবং বিকেএমইএ-এর ২৪১ জন শ্রমিকের মৃত্যুজনিত এবং দুর্ঘটনায় স্থায়ী পঙ্গুত্ব বরণের কারণে সহায়তা দেওয়া হবে ১৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিএমইএ এবং বিকেএমইএ-এর ২০৪০ জন শ্রমিককে চিকিৎসা সহায়তা দেওয়া হবে ৫ কোটি ৬৮ লাখ ১৬ হাজার টাকা। এছাড়া শ্রমিকদের ৬৫২ জন সন্তানকে শিক্ষা সহায়তা হিসেবে দেওয়া হবে এক কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।
বোর্ড সভায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক আ ন হ সাইফুদ্দীন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি এবং মহিলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা খায়রুন নাহার তামরিন উপস্থিত ছিলেন।
বাবু/জেএম