বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
বুধবার ৩০ জুলাই ২০২৫
লজ্জার হার বিশ্বচ্যাম্পিয়নদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৮:০৮ PM আপডেট: ২২.১১.২০২২ ৮:১০ PM
বর্তমান ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মাটিতে নামাল অস্ট্রেলিয়া।  মেলবোর্নে মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ২২১ রানে জিতেছে প্যাট কামিন্সের দল। এর মাধ্যমে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় হারের বিব্রতকর রেকর্ড গড়ল ইংলিশরা। হতে হলো ধোলাই।

এর আগে ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ইংলিশরা হেরেছিল ২১৯ রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই দফায় বৃষ্টির বাধা পেরিয়ে ৫ উইকেটে ৩৫৫ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৮ ওভারে। ২৬৯ রানের জুটি গড়েন দুই ওপেনার ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার। ৯১ বলে তিন অংক স্পর্শ করেন হেড। আর ১০৪৩ দিন পর তিন অংকে পা রাখা ওয়ার্নার সেঞ্চুরি করেন ৯৭ বলে। শেষ পর্যন্ত ওয়ার্নার ১০২ বলে ১০৬ এবং হেড ১৩০ বলে ১৫২ রান করে আউট হন। দুজনকেই শিকার করেন ডানহাতি পেসার ওলি স্টোন। এছাড়া স্টিভ স্মিথ ২১, মার্কাস স্টয়নিস ১২, মিচেল মার্শ ৩০, অ্যালেক্স ক্যারি ১২* এবং মার্নার্স লাবুশানে ৮* রান করেন। ৮৫ রানে ৪ উইকেট নেন ওলি স্টোন।

রান তাড়ায় নেমে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩১.৪ ওভারে মাত্র ১৪২ রানে প্যাকেট হয়ে যায় জস বাটলার বাহিনী। ৯৫ রানে তারা ৭ উইকেট হারায়। প্রথম ৭ ব্যাটসম্যানের মধ্যে কেবল তিনজন যেতে পারেন দুই অঙ্কে। সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার জেসন রয়। আর কেউ ত্রিশের ঘর ছুঁতে পারেননি। ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। ২টি করে নিয়েছেন প্যাট কামিন্স এবং সিন অ্যাবট।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত