মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সিরিয়ায় স্থল অভিযান কখন শুরু হবে জানালেন এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৭:১৪ PM
আগেই সিরিয়ায় স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। এবার সময় জানালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানিয়েছেন, ‘সুবিধাজনক সময়ে’ সিরিয়ায় স্থল অভিযান শুরু করা হবে।

বুধবার তুরস্কের সংসদে ভাষণে এরদোয়ান বলেন, উত্তর সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে (পিকেকে এবং ওয়াইপিজি নামে পরিচিত) বিমান হামলা অভিযানের মাত্র শুরু। সুযোগমতো সেখানে স্থল অভিযান শুরু করা হবে।

গত ১৩ নভেম্বর ইস্তামবুলের সড়কে এক বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হন। এই ঘটনায় উত্তর সিরিয়া এবং উত্তর ইরাকে অবস্থান করা কুর্দি বিদ্রোহীদের দায়ী করে আঙ্কারা। রবিবার আন্তঃসীমানায় ‘অপারেশন ক্ল সোয়ার্ড’ ঘোষণা করা হয়। এই অভিযানে এখন পর্যন্ত ২৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর।

বুধবার সংসদে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, যেকোনো সময়ের তুলনায় তুরস্ক এখন দেশের দক্ষিণ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সংকল্পবদ্ধ। এরদোয়ান বলেন, ‘আমরা বিমান অভিযান পরিচালনা করছি। আমাদের যখন সুবিধা হবে তখন সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও শক্ত স্থল অভিযান শুরু করব।’ 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত