সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
স্বাচিপের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৪:২৫ PM আপডেট: ২৫.১১.২০২২ ৫:৪২ PM
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চিকিৎসক নেতাকর্মীরা দাঁড়িয়ে স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

এরপর বিকেল ৩টা ১৩ মিনিটে স্বাচিপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এসময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সম্মেলন শুরুর দেড় থেকে দুই ঘণ্টা আগেই মিছিল-শ্লোগানে উত্তাল হয়ে উঠে সম্মেলনস্থল। দীর্ঘদিন পর সম্মেলনে যোগ দিতে পেরে আনন্দিত চিকিৎসকরা।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত