রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
বাংলাদেশ সফর করবে সিএমএর প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৩:২৪ PM
চাইনিজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ হংকংয়ের (সিএমএ) একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে। মঙ্গলবার (২৯ নভেম্বর) হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত দুই দেশের মধ্যে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়ে আয়োজিত সেমিনারে এ তথ্য জানান সিএমএর ভাইস প্রেসিডেন্ট ড. উইংকো জেপি।

সেমিনারে কনসাল জেনারেল ইসরাত আরা স্বাগত বক্তব্য রাখেন। বক্তৃতায় তিনি বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে তিনি হংকংয়ের সম্ভাব্য ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার সুযোগ খোঁজার অনুরোধ করেন। তিনি ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে কনস্যুলেট থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সিএমএর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ড. প্যাট্রিক লাউ এবং ভাইস প্রেসিডেন্ট ড. উইংকো জেপি তাদের বক্তব্যে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত