রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কিংবদন্তি পেলের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১২:২২ AM
ক্যানসারের সঙ্গে লড়তে থাকা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অসুস্থতা কতটা জটিল, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ইএসপিএন ব্রাজিলের সূত্র বলছে, পেলের অবস্থা উদ্বেগজনক।

তবে পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে জানিয়েছেন, পেলের শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে যে খবর দেওয়া হচ্ছে, তা সত্য নয়। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য এই কিংবদন্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইএসপিএন ব্রাজিল তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পেলের শরীর ফুলে যাওয়ায় তাঁকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর অসুস্থতা কতটা জটিল, তা নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি পেলে হৃদ্‌রোগজনিত সমস্যাতেও ভুগছেন বলে জানানো হয়েছে।

এ বিষয়ে পেলের ম্যানেজার এবং হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি। তবে সংবাদমাধ্যমটির সূত্র বলছে, পেলের শারীরিক অবস্থা উদ্বেগজনকই। 

তবে সর্বকালের অন্যতম সেরা এই তারকার শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মিথ্যা দাবি করে কেলি লিখেছেন, ‘আমার বাবার স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়ানো হচ্ছে। তিনি হাসপাতালে এসেছেন নৈমিত্তিক পরীক্ষা–নিরীক্ষার জন্য। জরুরি কিছু কিংবা আতঙ্কিত হওয়ার মতো কোনো খবর নেই।’ 

লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন পেলে। গত বছরের সেপ্টেম্বরে ৮২ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির শরীর থেকে টিউমার অপসারণ করা হয়। তবে এরপরও তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। চলতি বছরই একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা।


বাবু/এসআর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত