জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ (এনআইডি) নিজেদের অধীনে রাখার উদ্যোগ গ্রহণ, প্রেষণে নিয়োগের পরিবর্তে পদোন্নতির মাধ্যমে পদায়ন ও শূন্য পদ পূরণে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আশ্বাস পেয়ে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের পূর্বের কর্মসূচি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবারের আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার নিম্নোক্ত বিষয়ে আশ্বস্ত করেছেন।
ক) এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার ব্যাপারে টেকনিক্যাল ও প্রশাসনিক সদস্যদের নিয়ে যৌথ কমিটি গঠন করে তাদের সুপারিশের ভিত্তিতে দ্রুত সময়ে রাষ্ট্রপতির নিকট সুনির্দিষ্ট মতামত প্রেরণ;
খ) যুগ্ম-সচিব (আইন) ও উপ-সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ব্যতীত সকল পদে (বিদ্যমান সার্ভিস রুল অনুযায়ী) নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কর্মকর্তা পদায়ন ও সকল শূন্য পদে দ্রুত সময়ে পদোন্নতি প্রদান;
গ) প্রস্তাবিত লজিস্টিকসহ (ওয়্যারহাউজ ও যানবাহন) ইভিএম প্রকল্প অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ;
ঘ) প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত সময়ে বাস্তবায়ন করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ;
সিইসির আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে,
ঙ) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির ১৭তম সভার ঘোষিত কর্মসূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো।
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর থেকে কর্মকর্তাদের কর্মসূচিতে যাওয়ার কথা ছিল।
বাবু/এসআর