রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
পাকিস্তানের কাছে কম দামে তেল বিক্রি করবে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৫:১৫ PM
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের পর থেকেই কম দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ভারত। যদিও রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে এবং সেটিকে পাশ কাটিয়েই চলছিল ভারতের তেল বাণিজ্য।

ভারতের দেখাদেখি একই পথে হাঁটতে চেয়েছিল পাকিস্তান। এ নিয়ে মস্কো সফরের পর সফলতা ধরা দিলো দেশটির হাতেও। অর্থাৎ পাকিস্তানের কাছে কম দামে তেল বিক্রিতে রাজি হয়েছে রাশিয়া। সোমবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া পাকিস্তানের কাছে ডিসকাউন্টে বা ছাড়কৃত দামে অপরিশোধিত তেল বিক্রি করবে বলে সোমবার পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী জানিয়েছেন। সম্প্রতি এ বিষয়ে চুক্তির জন্য তিনি মস্কোতে পাকিস্তানের একটি সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং এর কয়েকদিনের মাথায় কমদামে রুশ তেল কেনার ঘোষণা দিলেন।

সোমবার ইসলামাবাদে দেশটির পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদ্দিক মালিক বলেছেন, অপরিশোধিত তেল ছাড়াও পাকিস্তানের কাছে ছাড়কৃত দামে পেট্রোল ও ডিজেল সরবরাহ করবে রাশিয়া। অবশ্য রাশিয়া কম দামে তেল বিক্রিতে রাজি হলেও ঠিক কতটা কমে বা ডিসকাউন্টে ইসলামাবাদের কাছে তেল দিবে তা নির্দিষ্ট করেননি মুসাদ্দিক মালিক। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে এই সপ্তাহ থেকে সমুদ্র পথে রাশিয়ান তেলের ওপর পশ্চিমাদের বেঁধে দেওয়া ব্যারেল প্রতি ৬০ মার্কিন ডলারের দাম এখানে কার্যকর হবে কিনা সেটিও নিশ্চিত করেননি তিনি।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত