বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
দিনশেষে সাকিব অবিশ্বাস্য: ডমিঙ্গো
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭:০৮ PM আপডেট: ০৬.১২.২০২২ ৭:১০ PM
ভারতের বিপক্ষে একটি জয় পাল্টে দিয়েছে পুরো বাংলাদেশ দলের চিত্র। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দলের অনুশীলনে ফুরফুরে মেজাজই সেটার প্রতিফলন। ভারতের বিপক্ষে প্রথমে ওয়ানডেতে ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্স করেন দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। বল হাতে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ২৯ রান। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন রাসেল ডমিঙ্গো। সাকিবের অনবদ্য পারফরমেন্সের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। 

রাসেল ডমিঙ্গো বলেন, ‘দিনশেষে সাকিব অবিশ্বাস্য। আমি দক্ষিণ আফ্রিকায় অনেকদিন কোচিং করিয়েছি। জ্যাক ক্যালিস অবসর নেওয়ার আট বছর পরও আমার মনে হয় তারা ওরকম বিকল্প খুঁজছে। তারা নিশ্চিত হতে পারছে ছয় ব্যাটার খেলাবে নাকি সাত। অতিরিক্ত বোলার খেলাবে নাকি ব্যাটার।’ 

তিনি আরও বলেন, ‘এমন ক্রিকেটারের বিকল্প পাওয়া খুব কঠিন। যদি সে খারাপ ব্যাট করে, ভালো বল করবে। খারাপ বল করলে ব্যাট হাতে পারফর্ম করবে। এ ধরনের ক্রিকেটার খুব কম, এজন্যই তারা স্পেশাল। আমরা তাকে (সাকিব) যতদিন সম্ভব রাখতে চাই। সে যেন ফ্রেশ থাকে এটা নিশ্চিত করতে চাই।’ 

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত